বনানী-মহাখালী-শান্তিবাগ-বাসাবো-খিলগাঁও এলাকায় ৬ মে ৫ দিনব্যাপী ঈদখাদ্য প্রদান কর্মসূচির সমাপ্তিকালে তিনি উপরোক্ত কথা বলেন। এসময় প্রেসিডিয়াম মেম্বার রাশেদা চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান নূরে আলম চৌধুরী, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় মোমিন মেহেদী তাঁর বক্তব্যে আরো বলেন, নিরন্ন মানুষদের দিকে তাকানোর সময় নেই সরকারের, নিন্মবিত্তদের দিকে কখনো তাকান না তারা; কেবল লোভি-লম্পট-লুটেরা শ্রেণির উচ্চবিত্তদের ঋণ মওকুফসহ বিভিন্ন সুযোগ সুবিধা করে দিচ্ছে ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার জন্য। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকেই এগিয়ে আসতে হবে সকল অপরাধ-দুর্নীতির বিরুদ্ধে কথা বলার জন্য। তা না হলে মহাসংকটের দিকে এগিয়ে যাবে বাংলাদেশ। যা আপনার-আমার-আমাদের কারোই কাম্য নয়।
উল্লেখ্য, ২০১২ সালের ৩০ ডিসেম্বর রেডর্যালীর মধ্য দিয়ে জাতীয় প্রেসক্লাব থেকে আত্মপ্রকাশ করে নতুনধারা বাংলাদেশ এনডিবি এবং ২০১৭ সালের ৩১ ডিসেম্বর সকল শর্ত পূরণ করে নির্বাচন কমিশনে নিবন্ধনের আবেদন করেন নতুনধারার রাজনীতির প্রবর্তক কলামিস্ট মোমিন মেহেদীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি