সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ১১:২৯ পূর্বাহ্ন
আহমেদ সাজু (সখীপুর)টাঙ্গাইল, কালের খবর :
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় গত১৫ মাসে৭২জন নারী -পুরুষ আত্ম হত্যার পথ বেছে নিয়েছে।অধিকাংশ আত্মহত্যার ঘটনা ঘটে ফাঁসিতে ঝুলে, নিজ শরীরে আগুন লাগানোর মত ঘটেছে।বিশেষ করে প্রেম ঘটিত বিষয়ে বাবা মার শাসন, অভিমান, বাল্যবিবাহ পারিবারিক কলহ, মাদকাসক্তি ওমানসিকভাবে হতাশাগ্রস্তই মূল কারন।সংশ্লিষ্ট পরিবার ও পুলিশ সূত্রে এসব তথ্য ওঠে এসেছে। এলাকার সচেতন মহল বলছে অতি নগন্য বিষয়ে বাবা-মার সাথে রাগ করে আত্ম হত্যার পথ বেছে নিচ্ছে। তারা মনে করেন বিষয়টি অবশ্যই উদ্বেগের।তবে যথাসময়ে মনোবিজ্ঞানীর শরণাপন্ন হলে আত্মহত্যার প্রবণতা ফেরানো সম্ভব। বিভিন্ন মাধ্যমে অনুসন্ধান করে জানা গেছে উপজেলায় ২০২১সালে ৬২জনএবংচলতিবছর১৪এপ্রিল পর্যন্ত ১০জন আত্মহত্যা করেন। তবে এ সংশ্লিষ্ট ব্যক্তিদের মতামত প্রকৃত সংখ্যা আরও বাড়তে পারে।এর মধ্যে কম বয়সী তরুণ -তরুণীও গৃহবধূর সংখ্যা বেশি।দেখা যায়,প্রেম ঘটিত বিষয়ে মা-বাবার সঙ্গে অমিল। সখীপুরে ২০২১সালের মে মাসের ১৯তারিখে কলেজ ছাত্রী তন্নী আক্তার রুপা ফাঁসিতে ঝুলে আত্ম করেন।জুলাই মাসে বাবা-মার সঙ্গে অভিমান করে সপ্তম শ্রেণির ছাত্রী শোলাপ্রতিমা গ্রামের শিলা আত্মহত্যা করেন। আত্ম কারণ হিসেবের জানা যায়,মোবাইল ফোন না কিনে দেওয়া।একই মাসে আত্মহননের পথ বেছে নেয় দ্বাদশ শ্রেণির ছাত্রী শিউলি আক্তার।তথ্য বলছে যুবকের সাথে কথা বলতে নিষেধ করেন।আগষ্টের শেষের দিকে হামিদপুর গ্রামের গৃহবধূ শুভ আহমেদের স্ত্রী ঝর্ণা( ১৬)ফাঁসিতে ঝুলে আত্ম হত্যা করেন। স্থানীয়রা জানায় অল্প বয়সে বিয়ে হওয়ায় সংসারে ঝগড়াঝাটি লেগেই থাকে।যার কারণে এ পথ বেছে নেয়। এবিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন,সন্তানের অন্যায় আবদার পূরনে অনীহা।জনবহুল এই উপজেলা টাঙ্গাইলের মধ্যে আত্মহত্যার দিকে শীর্ষে।এবিষয়ে সখীপুর মহিলা কলেজের মনোবিজ্ঞানের শিক্ষক সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান প্রতিবেদকে জানান,পারিবারিক বন্ধন কমে যাওয়া, অল্প বয়সে স্মার্টফোন পাওয়া সামাজিক যোগাযোগের মাধ্যমে অবাধ ব্যবহার ফলে বিভিন্ন ফাঁদে পড়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে এ পথ বেছে নেয়।আত্মহত্যারোধে পরিবার ও শিক্ষকদের ভূমিকা রাখতে হবে।তিনি আরও বলেন ছেলেমেয়ে আত্মহত্যা করার আগে কিছু অস্বাভাবিক আচরণ পরিলক্ষিত হয়।তাই যথাসময়ে পরিবারের সদস্যগণ মনোচিকিৎসকের পরামর্শে কাউন্সিলিং করলে আত্মহত্যা ফেরানো সম্ভব।