বুধবার, ০৬ জুলাই ২০২২, ১২:৪৮ অপরাহ্ন
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, কালের খবর : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার নবীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন জামিলা খাতুন(৬৫) ও তার আপন ছোটবোন হেনা বেগম (৬০)।
জানা যায়, উপজেলার পশ্চিম ইউনিয়নের ৪নং ওয়ার্ডে নবীপুর গ্রামে দুইবোন রোজা রাখার জন্য সেহেরী খাওয়ার উদ্দেশ্যে রান্না ঘরে এসেগ্যাসের চুলা জ্বালাতেই পুরো ঘরে আগুন ধরে যায়। এসময় স্থানীয়রা তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে একজনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপরদিকে আরেকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথিমধ্যেই মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।