কালের খবর ডেষ্ক : ক্যাথলিক ধর্মালম্বীদের আধ্যাত্মিক নেতা পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (১২ ফেব্রুয়ারি) ভ্যাটিক্যান সিটিতে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ইতালির রাজধানী রোম থেকে সকালে (স্থানীয় সময়) ভ্যাটিক্যান সিটিতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে পোপ ফ্রান্সিসের সাথে দেখা করেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, সকাল ১০টায় ভ্যাটিক্যান সিটিতে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্ট্যাটিক গার্ড অব অনার দেওয়া হয়।
হোটেল পার্কো ডি প্রিনসিপি থেকে স্থানীয় সময় সোমবার সকাল ১০টায় বের হন শেখ হাসিনা।
স্থানীয় সময় গতকাল রবিবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১১টা ৫০ মিনিট) রোমের লিওনার্দো দা ভিঞ্চি-ফিউমিচিনো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল ১০টা ৫ মিনিটে ঢাকা থেকে রোমের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন প্রধানমন্ত্রী।
ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার এবং আইএফআইডির সহ-সভাপতি ক্লডিয়া রিচার্ড বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। পরে প্রধানমন্ত্রীকে ইতালির পার্কো ডি প্রিনসিপি গ্রান্ড হোটেলে নিয়ে যাওয়া হয়।
ইতালি আওয়ামী লীগের পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি