মোঃ আশরাফ উদ্দীন, কালের খবর :
মীরসরাইয়ে আরশীনগর ফিউচার পার্কের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন। মানববন্ধনকারীদের প্রধান অভিযোগ পার্কের ভেতরে গানবাজনার কারণে নামাজে ব্যাঘাত ঘটে। পার্কের ভিতরে আবাসিক হোটেল নির্মান, পার্কের উত্তর-পশ্চিম পাশে বিশ্বরোড নুরানী জামে মসজিদের মুসল্লিদের অভিযোগ নামাজের সময়ও গানবাজনা বন্ধ করে না। এতে করে নামাজ আদায় করতে সমস্যায় পড়তে হয় মুসল্লিদের।
এলাকাবাসীর অভিযোগ সার্বক্ষণিক গানবাজনার কারনে ছেলেমেয়েদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে। গানের আওয়াজের কারণে নামাজ পড়ার সময় মুখে দিয়ে দোয়া আসে না।এছাড়াও নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছে এলাকার মানুষ। এলাকাবাসীর দাবী অতিসত্তে সমস্যারসমাধান চায়।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি