প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৯, ২০২৫, ৬:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৭, ২০২২, ২:৩৫ পি.এম
ডেমরায় যৌতুক চেয়ে স্ত্রীকে নির্যাতন, গ্রেফতার ১। কালের খবর
ডেমরা (ঢাকা) প্রতিনিধি, কালের খবর : রাজধানীর ডেমরায় নাসরিন আক্তার মনি নামে এক গৃহবধূকে যৌতুকের দাবিতে নির্যাতন করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী শুক্রবার রাতে ডেমরা থানায় মামলা করেছেন। মামলায় তার স্বামী মো. সোহেলকে আসামি করা হয়েছে। ওই রাতেই পুলিশ তাকে গ্রেফতার করে শনিবার দুপুরে আদালতে পাঠায়। গ্রেফতার সোহেল ডেমরার কোনাপাড়া শাহাজালাল রোডে বসবাস করেন। তার গ্রামের বাড়ি ফেনীর ছাগলনাইয়ার পশ্চিম শিলুয়া গ্রামে।
ডেমরা থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, যৌতুকের দাবিতে সোহেল তার স্ত্রীকে বেধড়ক মারধর করেছেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি