অমর হোক একুশে ফেব্রুয়ারি
কবি মুন্না হুসাইন (সাংবাদিক), কালের খবর :
একুশে ফেব্রুয়ারি তুমি মিশে আছ বঙ্গবন্ধুর ১৯৭১ সালের জ্বলাময়ী সে ভাষনের সাথে।
একুশে ফেব্রুয়ারি তুমি ছিলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশে মিশে।
ও আমার একুশে ফেব্রুয়ারি তুমি মিশে আছ ত্রিশ লক্ষ শহিদের রক্তের এক অমর বাংলাদেশ।
একুশে ফেব্রুয়ারি তুমি ছিলে বঙ্গবন্ধুর স্বপ্নের একটি সোনার বাংলাদেশ।
একুশে ফেব্রুয়ারি তুমি মিশে আছ লাল সবুজের পতাকার মধ্যে খানে।
অমর একুশে ফেব্রুয়ারি তুমি মিশে আছ বঙ্গবন্ধুর সপপরিবারে রক্তের মাঝখানে।
একুশে ফেব্রুয়ারি তোমার জন্য আমরা পেয়েছি মায়ের মুখের ভাষা।
আজ একুশে ফেব্রুয়ারি বলছে ডেকে বঙ্গবন্ধুকে ও আমার প্রানের বঙ্গবন্ধু কেনৎ তুমি ঘুমাইয়াছ,এসে দেখে যাও তোমার সোনার বাংলাদেশের মুখ খানি একবার।
তোমার জন্য আজও কাঁদে হাজারও বাঙ্গালী জাতী তুমি মিশে আছ একুশে ফেব্রুয়ারি বাঙ্গালী জাতির শিরায় শিরায় লাল রক্তের মাঝে মিশে।
আজ একুশে ফেব্রুয়ারি লক্ষ কোটি বাঙ্গালী অঝরে কাঁদে হায় বঙ্গবন্ধু,হায় বঙ্গবন্ধু,হায় বঙ্গবন্ধু,অমর হোক একুশে ফেব্রুয়ারি।
মোঃ মুন্না হুসাইন
তাড়াশ,সিরাজগঞ্জ
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি