ডেমরা, ঢাকা প্রতিনিধি :
ডেমরার-মাতুয়াইলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেপরোয়া গতির একটি বাসচাপায় সিএনজিচালিত একটি অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। নিহতরা সবাই একই পরিবারের সদস্য।
শুক্রবার (২১ জানুয়ারী) সকাল ৭টার দিকে মাতুয়াইল মা ও শিশু স্বাস্থ্য ইন্সটিটিউটের সামনের মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই ৩ জন নিহত হন। চালক ও এক শিশুকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠিয়েছে পুলিশ।
যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম যুগান্তরকে জানান, শুক্রবার সকাল ৭টার দিকে কক্সবাজারগামী সেন্টমার্টিন পরিবহণের একটি গাড়ি মাতুয়াইলে একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিয়ে পালিয়ে যায়।
এতে তিনজন নিহত হয়েছেন। তাদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। চালকসহ গুরুতর আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি