কালের খবর রিপোর্ট : বাংলাদেশ আওয়ামী লীগের ডেমরার ৬৩নং ওয়ার্ডে নতুন শাখার কার্যালয় উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকালে মাতুয়াইল মাদ্রাসা বাজারে দলের ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে লাল ফিতা কেটে এ কার্যালয় উদ্বোধন করেন ডেমরা থানা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম মাসুদ। একইসাথে এদিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘উইটসা এমিনেন্ট পার্সনস অ্যাওয়ার্ড-২০২১’ এবং প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ‘এসিসিও লিডারশীপ অ্যাওয়ার্ড’ পাওয়ায় ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এর শুভ জন্মদিন উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। পরে ডেমরা থানা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ৭৫সালের ১৫ আগস্টে নিহত সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও এতিমদের মাঝে রান্না করা খাবার বিতরন করেন।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি