প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ৫:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২০, ২০২১, ৬:১৭ পি.এম
সবুজের বুকে ভোরের সোনালী শিশির বিন্দু শীতের আমেজ। কালের খবর
মোঃ আরিফুর রহমান ঝন্টু দশমিনা প্রতিনিধি, কালের খবর : ভোরের শিশির ভেজা একটি ধানের শীষের উপড়ে সোনালী শিশির বিন্দু ঋতু বন্ধনে জানান দিচ্ছে শীতের আমেজ।
হেমন্তের সকাল বেলা পূরবাকাশের সূর্যের উকিঁ ঝুঁকি, কুয়াশা ভেদ করা সোনালী শিশির বিন্দু সূর্যের উসন্ম আমেজে ধানের শীষের উপর ছড়িয়ে পড়ছে সোনালী শিশির বিন্দু ।
বাংলার আদি ঐতিহ্যের ঋতুর রাজা সোনালী শিশির মুকুট পড়ে চলতি বছরের নভেম্বর ২০২১ শুরুতেই শীতের আগমনে দক্ষিনাঅঞ্চলসহ বিভিন্ন- এলাকায় বইতে শুরু করেছে শীতের হাওয়া।
ধানের কচি ডগায় সোনালী শিশির বিন্দু ছড়িয়ে পড়ায় প্রকৃতি সেজেছে আপন রংয়ে। শীত কালীন সময়ে শেষ বিকেলের সন্ধ্যায় ছোট ছোট টং এর দোকানে জমে উঠে চিতই পিঠার সাথে ভর্তা, ভাফা পিঠা খাওয়ার আমেজ ।
উপকূলীয় এলাকায় পটুয়াখালী দশমিনায় ঘন ঘন কুয়াশার হিমেল বাতাস আর আকাশ মেঘাছন্ন্য থাকায় শীতের আবাস অনেকটা অনুভব হচ্ছে।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি