শনিবার, ২৫ মার্চ ২০২৩, ১০:৩২ পূর্বাহ্ন
সাঈদ ইবনে হানিফ, কালের খবর :
প্রতিক পেয়েই নির্বাচনের মাঠে সরব হচ্ছেন বাঘারপাড়া উপজেলার (ইউপি) নির্বাচনের প্রার্থীরা। শুক্রবার সকালে উপজেলা নির্বাচন অফিস থেকে নির্বাচনী প্রতিক নিয়েই লিফলেট বিতরণ, গণসংযোগ ও মতবিনিময় শুরু করেন স্ব,স্ব ইউনিয়নে মনোনীত প্রার্থী সহ স্বতন্ত্র প্রার্থী গন। এদিন বিকেলে উপজেলার
বন্দবিলা ইউনিয়নে নৌকা প্রতিকের বিজয়ের লক্ষ্যে ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদ মন্ডলের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন প্রার্থী সনজিত বিশ্বাস, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ডাকু, সহসভাপতি আনোয়ার বিশ্বাস, মাস্টার হবিবার রহমান, রুবেল রানা প্রমুখ। সভায় বক্তারা নৌকা প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে ভোটের মাঠে কাজ করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
একই দিন সন্ধ্যায় ওয়াকার্স পার্টি মনোনীত প্রার্থী সবদুল হোসেন খান পুলেরহাট বাজারে (হাতুড়ি) প্রতিকের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেছেন। এ সময় বাজারে উপস্থিত সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন তিনি। এ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান তপন (আনারস) প্রতিক পেয়ে কেশবপুর কাদেরিয়া দরবার শরিফে কবর জিয়ারত করে গাইদঘাট ও রাঘবপুর গ্রামে সাধারণ মানুষের বাড়ি বাড়ি ভোট প্রার্থনা করেন। এবার বন্দবিলা (ইউপি) নির্বাচনে নৌকা-হাতুড়ি ও আনারস মার্কার ত্রিমুখী লড়াই হবে বলে মনে করেন সাধারণ ভোটাররা।
দুপুরে জহুরপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আসাদুজ্জামান মিন্টু চতুড়বাড়িয়া বাজারে নৌকা প্রতিকের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন। এরপর চতুড়বাড়িয়া, হলিহুট্ট, বেতালপাড়াসহ বিভিন্ন বাজারের সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন তিনি। এ সময় তৃণমূলের উন্নয়ন অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।
এ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বদর উদ্দীন মোল্লা নেতাকর্মীদের সাথে নিয়ে যাদবপুর, মাঝিয়ালী ও হিঙ্গারপাড়ায় মোটরসাইকেল প্রতিকের শোডাউন করেছেন। এ সময় বিভিন্ন বাজারে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করেন তিনি। আর একজন স্বতন্ত্র প্রার্থী কাজী মনিরুজ্জামান চশমা প্রতিকের গণসংযোগ করেন।
অন্যদিকে, রায়পুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বিল্লাল হোসেন রায়পুর বাজারে নৌকা প্রতিকের লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। এ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতিকের মঞ্জুর রশিদ স্বপন সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেছেন। এ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতিকের জহুরুল হক বিভিন্ন বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। বাসুয়াড়ী ইউনিয়নে নৌকা মনোনীত প্রার্থী আলহাজ্ব আমিনুর রহমান সরদার সোডাউন সহ বিভিন্ন বাজারে মানুুষে সাথে কুশল বিনিময় করেন। এই ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আবু সাঈদ সরদার (আনারস) প্রতীক পেয়ে নির্বাচনী এলাকা প্রদক্ষীন করেন। এছাড়া জামদিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোঃ আসলাম হোসেন (আনারস) প্রতীক পেয়ে নির্বাচনী এলাকার বিভিন্ন শ্রেণির মানুষের সাথে কুশল বিনিময় করেন। আগাামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে বাঘারপাড়া উপজেলার ৯টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এরমধ্যে একমাত্র রায়পুর ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ইভিএম পদ্ধতিতে।