মাদারীপুর থেকে রুবেল মাহমুদ, কালের খবর :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এক টাকা দুই টাকার কয়েন এমনকি 25 পয়সা 50 পয়সার কয়েন সারা বাংলাদেশে বিভিন্ন স্থানে লেনদেন হচ্ছে কিন্তু সারা মাদারীপুর জেলা জুড়ে বিভিন্ন শহরের বিভিন্ন স্থানে এক টাকা দুই টাকার কয়েন লেনদেন হচ্ছে না। যেখানে বেশি চলে যাচ্ছে ভ্যান রিক্সার ভাড়ার টাকা। দোকানদার দুই টাকার কয়েন,এক টাকার কয়েন না চলার কারণে টাকা বেশি নিচ্ছে। অপরদিকে দোকানদারকেও ঠকিয়ে যাচ্ছে। যাহা বিশাল বড় ধরনের সমস্যা সৃষ্টি হয়েছে।এই ধরনের সমস্যা নিয়ে বিভিন্ন স্থানে বিভন্ন পরিপেক্ষিতে তর্ক বিতর্ক মারামারি হাঙ্গামা বেড়েই চলেছে। এমনকি রাস্তার ভিখারি পর্যন্ত এ টাকা গুলো নিচ্ছে না। এ বিষয়টি নিয়ে বিশ্ব মানবাধিকার ও পরিবেশ সংরক্ষণ সংস্থার মাদারীপুর জেলার রাজৈর থানার সভাপতি মোহাম্মদ নাসির কাজী সহ সকল মানবধিকার কর্মী দ্রুত সমাধান করা জন্য জোর তাগিদ দিয়েছেন। আমরা জনসাধারণ উর্দ্ধতন কর্মকর্তা প্রশাসনিকগনকে বিষয়টি খুব দ্রুতই সমাধনের জন্য দৃষ্টি আকার্ষন করছেন।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি