রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সরকারের চাপে পড়ে যে কজন হেভিওয়েট নেতা বিএনপি থেকে বেরিয়ে ভোটে অংশ নিচ্ছেন। কালের খবর মানবতার সেবায় উদাহরণ হয়ে থাকবেন ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক। কালের খবর সিরাজগঞ্জ- ৬ শাহজাদপুর আসনে নৌকার মনোনয়ন পেলেন মোঃ চয়ন ইসলাম। কালের খবর আসন্ন সংসদ নির্বাচনে রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের মনোনয়নপত্র জমা। কালের খবর প্রতিদিন পাচার হচ্ছে ৪০-৫০ লাখ টাকা, ধরাছোঁয়ার বাইরে চক্রের সদস্যরা। কালের খবর দলের মনোনয়ন-বঞ্চিত হয়ে চট্টগ্রাম -১১ আসনের স্বতন্ত্র প্রার্থীর পক্ষে একাত্মতায় আওয়ামী লীগ নেতৃবৃন্দ। কালের খবর মাশরাফির আসনে স্বতন্ত্র প্রার্থী-সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন নুর ইসলাম। কালের খবর মুরাদনগরে বাড়িতে ঢুকে অতর্কিত হামলা ভাঙচুর মামলা নেয়নি ওসি নিরাপত্তাহিনতায় ভুক্তভোগি পরিবার। কালের খবর যশোর ৪ আসনে (এনামুল হক বাবুল) নৌকার মনোনয়ন পাওয়ায় বাঘারপাড়াসহ বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল। কালের খবর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থীর তালিকা। কালের খবর
নবীনগরে চেয়ারম্যান প্রার্থী আব্দুর রউফকে আওয়ামীলীগের মনোনয়ন দেওয়াই মানববন্ধন

নবীনগরে চেয়ারম্যান প্রার্থী আব্দুর রউফকে আওয়ামীলীগের মনোনয়ন দেওয়াই মানববন্ধন

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জিনদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন আব্দুর রউফকে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বাঙ্গরা বাজারে জিনদপুর ইউনিয়ন ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যেগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের যুগ্ন আহবায়ক আবুল হোসেন তনু, জিনদপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক হারুনূর রশিদ, সদস্য মিন্টু মিয়া, আওয়ামীলীগ নেতা হেলাল উদ্দিন, শুক্কুর আলী সরকার, যুবলীগ নেতা সাইদুর রহমান, গোলাম রাব্বানী, তোফায়েল আহম্মেদ সাগর।

এসময় আরো উপস্থিত ছিলেন জিনদপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য খোরশিদ আলম জুয়েল, জিনদপুর ইউনিয়ন সেচ্চাসেবকলীগের সভাপতি আব্দুল কুদ্দুস, ওয়ার্ড আওয়ামীগের সভাপতি মোখলেছুর রহমান, আওয়ামীলীগ নেতা ডাক্তার মুজিবুর রহমান, হাবিবুর রহমান, এখলাস সরকার, ইদন মিয়া, দুলাল মিয়া, যুবলীগ নেতা সুমন খান। এছাড়াও বাঙ্গরা, চারপারা, মেরকুটা, মালাই, বলীবাড়ি গ্রামের আরো কয়েক শতাদিক ব্যাক্তিবর্গ মানববন্ধনে উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন কেন্দ্রীয় কমান্ডের সিদ্ধান্তকে উপেক্ষা করে তৃণমূল আওয়ামী লীগের মতামত না নিয়ে এলাকায় জনমত না থাকা সত্তেও আব্দুর রউফ কে মনোনয়ন দেওয়া হয়েছে। তারা আরো বলেন, গত নির্বাচনেও নৌকা প্রতীকে জয়যুক্ত হয়ে দলীয় নেতাকর্মীদের মূল্যায়ন করেননি। তিনি কখনো আওয়ামীলীগের স্থানীয় নেতৃবৃন্দের মতামত নিয়ে বা সমন্বয় করে কোন কাজ করেননি।

এসময় বক্তারা আরো বলেন আওয়ামীলীগের দলীয় মনোনীত আব্দুর রউফকে তারা প্রত্যাখান করে জিনদপুর ইউনিয়ন থেকে তৃণমূলের একজন ত্যাগী ও যোগ্য প্রার্থী কে সমথর্ন করে সকলে মিলে জয়যুক্ত করবেন বলে জানান।

উল্লেখ্য- নির্বাচন কমিশনের ঘোষিত ৩য় দফা ইউপি নির্বাচনের তফসিল ঘোষনার পর গত মঙ্গলবার কেন্দীয় আওয়ামীলীগের মনোনয়ন বোর্ডের সদস্যরা নবীনগরের ১৩ টি ইউনিয়নের আওয়ামীলীগের ঘোষিত প্রার্থীদের মধ্যে জিনদপুর ইউনিয়ন থেকে আব্দুর রউফকে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন দেন। এরই পেক্ষিতে জিনদপুর ইউনিয়নের আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com