শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ১২:৫৪ পূর্বাহ্ন
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর, (ব্রাহ্মণবাড়িয়া ), কালের খবর : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে যারা নৌকা প্রতীক পেয়েছেন তারা নিজেদেরকে বিজয়ী না ভেবে, জনগনের কাছে গিয়ে ভোট প্রার্থনা করুন, জনগনই নির্ধারণ করবে কে হবেন তাদের চেয়ারম্যান কারন নবীনগরে ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে শতভাগ নিরপেক্ষ।
শনিবার মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সাংসদ এবাদুল করিম বুলবুল এসব কথা বলেন।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ একরামুল ছিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, স্থানীয় সাংসদ মোহাম্মদ এবাদুল করিম বুলবুল।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, পৌর মেয়র এড. শিব শংকর দাস, সহকারি কমিশনার (ভূমি) মোঃ মোশারফ হোসাইন,
ভাইস-চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, শিউলী রহমান, নবীনগর থানার ওসি মো. আমিনুর রশিদ, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা যাচাই বাচাই কমিটির সভাপতি মোশারফ হোসেন, অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি এড. সুজিত কুমার দেব, আওয়ামীলীগ নেতা মো. সাইফুর রহমান সোহেল, প্রেসক্লাব সভাপতি- জালাল উদ্দিন মনির, ইউপি চেয়ারম্যান মৌসুমী আক্তার, ফিরোজ মিয়া, আলী আকবর, আওয়ামীলীগ নেতা পিন্টু ভদ্র, ছাত্রনেতা পারভেজ হোসেন প্রমুখ।