প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ৭:০২ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩০, ২০২১, ৯:৪২ এ.এম
টেকেরহাটে মিন্টু হত্যার বিচারের দাবিতে ভ্যান শ্রমিক সমিতির মানববন্ধন। কালের খবর
মাদারীপুর থেকে রুবেল মাহমুদ, কালের খবর :
মাদারীপুর জেলার রাজৈর থানাধীন টেকেরহাট বন্দরের খালিয়া ইউনিয়নের বাসিন্দা গাঙ গুলী বাড়ির মৃত রজব শেখের বড় ছেলে ভ্যান শ্রমিকে কয়েকদিন আগে নুরপুরে হত্যা করে রাস্তায় জঙ্গলে ফেলে রেখে যান।
সেই মৃত্যুর কারনে পুরো রাজৈর উপজেলার ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সেক্রেটারিসহ সকল ভ্যান শ্রমিক কর্মীদের
উদ্যোগে এক বিশাল মানববন্ধন করা হয় মানববন্ধনে সভাপতিত্ব করেন রাজৈর উপজেলার শ্রমিক ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান।উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন খালিয়া ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলম এবং বক্তব্যে মিন্টু হত্যার সন্ত্রাসীদের আইনের আওতায় এনে বিচার করা হোক এই বলে দাবি করেন। উক্ত আলোচনায় আরও বক্তব্য শফিকুল ইসলাম লাভলু মাস্টার। আরো বক্তব্য রাখেন মাদারীপুর জেলার ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি খন্দকার দেলোয়ার হোসেন ।বিশ্ব মানবাধিকার ও পরিবেশ সংরক্ষণ সংস্থার নেতাকর্মীরা সহ হাজার হাজার জনতা মিন্টু হত্যার বিচার চাই বলে স্লোগান দেন মরহুম মিন্টুর রুহের মাগফেরাত কামনা করেন। তাহারই সাথে মিন্টুর ইয়াতিম দুই ছেলে রিয়ান(৭),আব্দুল্লাহ(৫)এবংবিধবা স্ত্রী নাজমিনের প্রতি সরকারকে ও বিত্তবান শ্রেণীর লোকদের এগিয়ে আসার আহবান জানান। উক্ত মানববন্ধনে পরিচালনা করেন রাজৈর উপজেলার ভ্যান শ্রমিক ইউনিয়ন পরিষদের সিনিয়র সহ-সভাপতি সামিউল আলমসহ আরও অনেকে।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি