রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৪:২২ পূর্বাহ্ন
মোঃ আশরাফ উদ্দীন, চট্রগ্রাম, সীতাকুণ্ড প্রতিনিধি, কালের খবর : একজন মেধাবী সমাজ কর্মী, সবার পরিচিত মুখ ০৫নং ওয়ার্ডের খেটে-খাওয়া মানুষের অভিভাবক, আওয়ামীলীগের সেক্রেটারি, বিশিষ্ট সমাজ সেবক মোঃ ফজলুল হক।
কথায় আছে, নতুনের জয় সবসময়। আর সে নতুন যদি হয় খাঁটি সোনা তবে তো কথাই নেই। গত কয়েক বছর ধরে খুব প্রিয় একজন মানবিক মানুষ এর উন্নয়ন মূলক কাজ দেখে মন শান্তি করার সুযোগ হয়েছে সৈয়দপুর বাসীর।বাসস্থান হচ্ছে চট্রগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড।গত বছর করোনার ভয়াবহ দূর্যোগ মুহুর্তে এই মানুষটি সেবার যে মানসিকতা দেখছিলাম তা অসাধারন। এছাড়াও বিভিন্ন সময়ে তার করা কার্যকলাপ প্রশংসার দাবীদার। কিভাবে একটি সমাজ কে সুন্দরভাবে সাজানো যায় সেই চিন্তায় থাকতো সবসময়, কিভাবে তরুণদের ভাল কাজে উৎসাহ করা যায় সেই আলোচনা করতো, ১নং সৈয়দপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ডে সেই তার অবহেলিত ওয়ার্ডটিকে তরুণদের সাথে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক কার্যক্রম সম্পন্ন করত। এলাকার বালক বৃদ্ধ বণিয়াত সকলেই তাকে ভালোবাসে মাদকমুক্ত একটি সুন্দর সমাজ গড়া এবং অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন ।এমন অনেক সামাজিক মানবিক ও স্বেচ্ছাসেবক মূলক কাজ করে যাচ্ছেন মোঃফজলুল হক। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ০৫নং ওয়ার্ডে মেম্বার পদে অংশগ্রহণের জন্য এলাকাবাসী জড়ালো আবেদন জানাচ্ছে কারণ ০৫নং ওয়ার্ডে উনার মতো যোগ্য মানুষ দরকার বলে তাদের দাবী।
আরো বলেছেন এমন সমাজসেবী কেউ যদি নেতৃত্বে আসে তবে তা দেশের জন্য মঙ্গলজনক হবে ইনশাআল্লাহ্।