বাঘারপাড়া থেকে সাঈদ ইবনে হানিফ, কালের খবর : যশোরের বাঘারপাড়ায় মরহুম আতিয়ার রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ ম্যাচে খুলনা - রুপক ফুটবল একাদশের কাছে( ৪- ৩) গোলে হারলো যশোর আলোকিত জয়ন্তা ফুটবল একাদশ। ২৯ শে অক্টোবর বিকালে উপজেলার বাগডাংগা মাধ্যমিক বিদ্যালয় মাঠে - অনুষ্ঠিত ৮ - দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ ম্যাচের এই খেলাটি উদ্বোধন করেন, বিশিষ্ট সমাজ সেবক ইসমাইল হোসেন মোল্লা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাসুয়াড়ী ইউনিয়নের( নৌকা) মনোনিত চেয়ারম্যান প্রার্থী আল হাজ্ব আমিনুর রহমান সরদার। এসময় উপস্থিত ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক মশিয়ার রহমান, বিশিষ্ট সমাজ সেবক গোলাম ছরোয়ার, সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ মোল্লা, ইউপি সদস্য সুলতান মাহমুদ রাজা, মোহাম্মদ আলী, ইউপি সদস্য (প্রার্থী) মামুন কবির মিঠু, বিপ্লব হোসেন মোল্লা, শরিফুল ইসলাম, ছাত্রলীগ নেতা আব্দুল আওয়াল সহ স্থানীয় গন্যেমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। খেলার শুরুতে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে নির্দিষ্ট সময়ে গোল শূন্যে অবস্থায় খেলা শেষ হয়। ফলে সরাসরি ট্রাইব্রেকারে যাওয়ার নির্দেশ দেয় রেফারি। উভয় দলের পঁচটি শটের মধ্যে আলোকিত জয়ন্তা (যশোর) একাদশ দুটি মিস করে এবং খুলনা - রুপক একাদশ একটি মিস করে যার ফলে এক গোলের ব্যাবধানে এগিয়ে থেকে খুলনা - রুপক একাদশ চলে যায় দ্বিতীয় রাউন্ডে।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি