বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১১:২৩ পূর্বাহ্ন
সাঈদ ইবনে হানিফ, কালের খবর : যশোরের বাঘারপাড়ায় বেটার লাইফ ফার্মিং সেন্টার কর্তৃক আয়োজিত( কৃষক) মিটিং অনুষ্ঠিত হয়েছে। ২৭ শে অক্টোবর বিকালে উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের (বাগডাংগা – ঘোষনগর) বাজারে গাজী ট্রেডার্সের উদ্ব্যেগে এলাকার চাষি ও গন্যেমান্য ব্যাক্তিদের নিয়ে এই কৃষক মিটিং অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ইউপি সদস্য মোঃ ইউসুফ মোল্লা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ইউপি সদস্য মোঃ ঈমান আলী মোল্লা, সফল কৃষক ইকবাল কবির, রোকনুজ্জামান ( লাভলু)সহ এলাকার বিভিন্ন শ্রেণির চাষি ও কৃষক পর্যায়ের মানুষ । মিটিং এ হাইব্রিড (তেজ গোল্ড) ধানবীজ, সার, কিটনাশকের ব্যাবহার সম্পর্কে কৃষকদের ধারনা- সূচক পরামর্শ দেন -( বায়ার, এসিআই) কোম্পানির ফিল্ড সুপার ভাইজার মোঃ তানজিরুল ইসলাম। মিটিং শেষে স্থানীয় বাজারে (আসাদুজ্জামান গাজীর) সার,কীটনাশকের দোকানে এলাকার কৃষকদের জন্য, বেটার লাইফ ফার্মিং সেন্টারের উদ্বোধন করা হয়।