প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৮, ২০২৪, ২:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৭, ২০২১, ৬:২৪ এ.এম
সিদ্ধিরগঞ্জে মেলাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের নৈরাজ্য, মাদকের ছড়াছড়ি, সংঘর্ষের আশংঙ্কা। কালের খবর
এম আই ফারুক, নিজস্ব প্রতিবেদক, কালের খবর :
সিদ্ধিরগঞ্জে নাসিক ৩নং ওয়ার্ডের আদর্শনগর এলাকায় একটি মেলাকে কেন্দ্র করে এই এলাকার কিশোর গ্যাং সদস্যরা বিভক্ত হয়ে পড়েছে, মেলা থেকে আদায়কৃত টাকার ভাগ ভাটোয়ারা নিয়ে তাদের মধ্যে একাধিকবার বাকবিতন্ডার সৃষ্টি হয়। এছাড়া মেলা এলাকায় প্রকাশ্যে মাদক সেবনকে কেন্দ্র করে সিনিয়র জুনিয়র নিয়ে কিশোর ও যুবকদের মধ্য চলছে মনস্তাত্ত্বিÍক দন্ধ। যার ফলে এলাকাবাসী আশঙ্কা করছে এই মেলাকে কেন্দ্র করেই বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে ।
এদিকে মেলা প্রঙ্গনে কয়েক দফায় পুলিশ গেলেও রহস্য জনক কারনে বন্দ হয়নি। মেলায় আইনশৃংখলা বাহিনীর ঘোরাফেরা ও ৩ নং ওয়ার্ড কাউন্সিলর শাহ জালাল বাদলের বাড়ির স্ব-নিকটে এ অবৈধ মেলা চলায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। কি ভাবে পুলিশের অবাধ বিচরন ও কাউন্সিলর এর বাড়ির সংলগ্ন এলাকায় এই অবৈধ মেলা চলছে, এর রহস্য জানতে চায় এলাকাবাসী।
তাদের অভিযোগ মেলাকে কেন্দ্র করে ছিনতাই, চুরি, কিশোরগ্যাং এর মারামারি, মাদকসেবীদের আড্ডা এই এলাকার আইনশৃংখলা পরিস্থিতির অনেক অবনতি ঘটছে। পুলিশ ও স্থানীয় কাউন্সিলার শাহ জালাল বাদলের নিরব ভুমিকা নিয়ে প্রশ্ন তুলছে এলাকাবাসী। এছাড়াও এ মেলায় গণজামায়েত হওয়ায় মহামারি করোনার বৃদ্ধিরও আশংকা করছেন তারা।
সরেজমিনে দেখা যায়, মেলায় প্রায় ৩০/৪০ টি হরেক রকম দোকান, নাগর দোলা, নৌকা দোলা ও ঘোরার চরকি, মেলার মধ্যে কিশোরগ্যাং এর মারামারি, মাদকসেবীদের আড্ডা। উচ্চ সুরে মাইকের আওয়াজ, মানুয়ের হইহুল্লায় আশপাশের বাসিন্ধারা অতিষ্ঠ হয়ে পড়ছে। মেলার আশপাশে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এতে শিক্ষার্থীদের পড়া শোনায় চরম ব্যাঘাত ঘটছে বলে অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেন।
মেলা কর্তৃপক্ষ জানান, আমরা থানা পুলিশ ও স্থানীয় কাউন্সিলরকে ম্যানেজ করে মেলা চালাচ্ছি। এবিষয়ে জানতে কাউন্সিলর বাদলের মোবাইলে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও সম্ভব হয়নি। তবে অতিরিক্ত পুলিশ সুপার (ক- সার্কেল) নাজমুল হাসান বলেন, বিষটি আমার জানা নেই। আমি এখনি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সিদ্ধিারগঞ্জ থানার ওসিকে বলছি।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি