যশোর থেকে সাঈদ ইবনে হানিফ, কালের খবর ঃ- - যশোরে বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ সেপ্টেম্বর( ২০২১) দুপুরে সমিতির যশোর জেলা( শাখা) কার্য্যলয়ে - জেলা আহ্বায়ক কমিটির এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সহ-সভাপতি ও যশোর জেলা কমিটির আহ্বায়ক (গ্রাম ডাক্তার) এম, এ গফুর। বক্তব্য রাখেন, যুগ্ম-আহ্বায়ক ও কেন্দ্রীয় সদস্য মোঃ আব্দুল মান্নান বিশ্বাস, সদস্য সচিব ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক কে এম মাসুদ পারভেজ। আলোচনা শেষে কয়েকজন গ্রাম ডাক্তারের মাঝে (সনদ) বিতরণ করা হয়, এদের মধ্যে রয়েছে আলমগীর হোসেন মন্টু, বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি মনিরামপুর উপজেলা সভাপতি, ও জেলা আহবায়ক কমিটির সদস্য টিপু সুলতান, বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সদর উপজেলা সম্পাদক ও জেলা আহবায়ক কমিটির সদস্য মোঃ বাবর আলী, প্রমূখ।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি