শনিবার, ০৩ জুন ২০২৩, ০৬:৩৬ পূর্বাহ্ন
মোঃ কবির হোসেন, নবীনগর, ব্রাহ্মণবাড়ীয়া, কালের খবর : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পশ্চিম ইউনিয়নের চরলাপাং সংলগ্ন মেঘনা ও তিতাস নদীর মোহনায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমান আদালত শনিবার(৪/৯) সকালে অভিযান চালিয়ে ৩টি বালু উত্তোলনের ড্রেজার ও ৩টি বালুর নৌকা জব্দ করেন। এই সময় ড্রেজারে ও বালু নৌকাতে থাকা ১৮ জন শ্রমিককে আটক করলেও মালিক পালিয়ে যায়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোশারফ হোসাইন। তিনি জানান এই অভিযান অব্যাহত থাকবে। ওইদিন দুপুরে সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক বলেন, নবীনগরে কোন বালু উত্তোলনের জন্য লীজ নেই, যারা বালু উত্তোলন করছেন তারা অবৈধভাবেই করছেন। এসময় উপস্থিত ছিলেন,ওসি আমিনুর রশিদ ও ইন্সপেক্টর(তদন্ত) নুরে আলম।এলাকাবসীর অভিযোগ, এই বালু উত্তেলনের জন্য চরলাপাং গ্রামটি বিলিন হওয়ার পথে। এইটি বন্ধ করার জন্য প্রশাসনকে ধন্যবাদ জানান এলাকাবাসী।