বাঘারপাড়া থেকে সাঈদ ইবনে হানিফ, কালের খবর : যশোরের বাঘারপাড়ায়, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদীর) উদ্যোগে "সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ কর" "জাতি ধর্ম নির্বিশেষে সামপ্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ হউন" এই শ্লোগান নিয়ে সন্ত্রাস, দুর্নীতি, ও সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে আজ দুপুর ১২ টার দিকে উপজেলার জামদিয়া ইউনিয়নের ( এগারোখান) বাকড়ী বাজারে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উক্ত মানববন্ধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মার্কসবাদীর কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক কমরেড মোঃ ইকবাল কবির জাহিদ, বাঘারপাড়া উপজেলা পরিষদের মহিলা ভাইচ চেয়ারম্যান বিথীকা রানী বিশ্বাস, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মার্কসবাদীর যশোর জেলা কমিটির নেতা কমরেড বিপুল কুমার বিশ্বাস, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মার্কসবাদীর নড়াইল জেলা কমিটির সাধারন সম্পাদক কমরেড বাবু কংকন পাঠক, জামদিয়া ইউনিয়ন পরিষদের মহিলা ইউপি সদস্য ভারতী রানী বিশ্বাস। এছাড়া স্থানীয় সামাজিক রাজনৈতিক সূধী সমাজের সাধারন মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধনে তারা সমপ্রতি দেশের বিভিন্ন এলাকায় সাম্প্রদায়িক হামলা, মামলার নিন্দা জানিয়ে, অবিলম্বে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট কারিদের বিরুদ্ধে ব্যাবস্হা গ্রহণের দাবি জানান।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি