প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৮, ২০২৪, ১২:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৮, ২০২১, ৪:১২ পি.এম
আটোয়ারীতে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ করে জ্বালিয়ে দেয়া হয়েছে। কালের খবর
আটোয়ারী(পঞ্চগড়)প্রতিনিধি, কালের খবর :
পঞ্চগড়ের আটোয়ারীতে অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল আটকের পর জ্বালিয়ে দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৬ আগস্ট) সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শামসুর রহমান ও তার অফিসের কয়েকজন কর্মচারী এবং আটোয়ারী থানা পুলিশের সহযোগিতা নিয়ে ফকিরগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করেন। কারেন্ট জাল বিক্রেতারা অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে জাল ফেলে পালিয়ে যায়। ফেলে যাওয়া প্রায় দুই হাজার ফুট কারেন্ট জাল অভিযানকারী দল জব্দ করেন। পরে অভিযান পরিচালনাকারী দলের সিদ্ধান্ত মতে জব্দকৃত কারেন্ট জাল উপজেলা পরিষদ চত্বরে জনসম্মুখে প্রকাশ্যে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে ভূষ্মিভুত করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শামসুর রহমান বলেন, সারাদেশে মৎস্য আইন বাস্তবায়নে সরকারের নির্দেশনা মতে সংশ্লিষ্ট দপ্তরগুলো কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় পঞ্চগড়ের আটোয়ারীতে মৎস্য দপ্তরের উদ্যোগে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। প্রায় দুই হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে প্রকাশ্যে জ্বালিয়ে দেয়া হলো। যার আনুমানিক মূল্য প্রায় ২০ হাজার টাকা।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি