প্রকাশ সরকার সুমন : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে মাতুয়াইলে ১ হাজার পঁাচশত অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। ডিএসসিসি’র ৬৩,৬৪ ও ৬৫নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে রবিবার দুপুরে মাতুয়াইল ঈদগাঁ মাঠে এ কর্মসূচী পালন করা হয়। দবিরউদ্দিন আহমেদ
মৃধা ফাউন্ডেশন এর সভাপতি গোলাম আহমেদ টিটু’র
সভাপতিত্বে উক্ত কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত থেকে অসহায় মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন বাংলাদেশ আওয়ামী লীগের আন্তজার্তিক বিষয়ক উপ-কমিটির সদস্য নেহরীন মোস্তফা দিশি। এ সময়ে আরও উপস্থিত ছিলেন নোমান মৃধা, মুকুল মৃধা, সাইফুর মৃধা,নুকুল মৃধা,এনায়েত হোসেন হীরু,সাজিদুল ইসলাম বকুল, জাহাঙ্গীর হাওলাদার,মতিউর রহমান পনির, সাফায়েত ইসলাম সুজা, নুরুল আমীন
নীরু, হারুন অর রশীদ প্রমূখ। খাদ্যসামগ্রী বিতরন শেষে
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ৭৫ এর ১৫ই আগষ্টে শাহাদাৎ বরনকারী সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি