আমিনুর রশীদ রুমান,শ্রীমঙ্গল থেকে, কালের খবর : মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ৯টি ইউনয়ন ও ১টি পৌরসভার ২৫ বছরের ঊর্ধ্বে নাগরিকদের মাঝে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (৭ আগস্ট) শ্রীমঙ্গল পৌর মেয়র মোঃ মহসিন মিয়ার সভাপতিত্বে শ্রীমঙ্গল পৌরসভার কোভিড-১৯ গন টিকাদান ক্যাম্পেইন এর উদ্বোধন করেন শ্রীমঙ্গল ও কমলগঞ্জের আসনের সংসদ সদস্য ও সাবেক চিফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড.মোঃ আব্দুস শহীদ এমপি। সভাপতি, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটি বাংলাদেশ জাতীয় সংসদ।
এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নজরুল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সহিদ হোসেন ইকবাল, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজ্জাদ হোসেন চৌধুরী, শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবীর শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, ইমাম হোসেন সুহেল প্রমুখ।
শনিবার (৭ই আগষ্ট) ২০২১ ইং শ্রীমঙ্গল উপজেলার ৯ টি ইউনিয়নের ২৭ টি ওয়ার্ড এবং শ্রীমঙ্গল পৌরসভার ৯ টি ওয়ার্ডের মোট ৭২০০ জন ১ম ডোজের টিকা গ্রহণ করছেন।
প্রতিটি টিকাদান কেন্দ্রে সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত প্রতিটি কেন্দ্রে ২৫ বছরের উর্দ্ধে টিকা নিবন্ধিতরা কোভিড-১৯ টিকা গ্রহণ করছেন।
এ দিকে শ্রীমঙ্গল পৌরসভার টিকাদান কেন্দ্র সহযোগিতায় বাংলাদেশ ছাত্রলীগ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মাসুদুর রহমান মসুদ এর নেতৃত্বে ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক, আবেদ হোসেন এর সার্বিক সহযোগিতায় স্বেচ্ছাসেবক হিসেবে রয়েছে ছাত্রলীগ নেতৃবৃন্দ,ছাত্রলীগ কর্মী । শ্রীমঙ্গলের প্রতিটি টিকাদান কেন্দ্রে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও আওয়ামী লীগের অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা স্বেচ্ছাসেবক হিসেবে সহযোগিতা করছেন।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি