আহমেদ সাজু (সখীপুর)টাঙ্গাইল, কালের খবর : টাঙ্গাইলের সখীপুরে তিন মাস ধরে স্বামীর মুক্তিযোদ্ধার ভাতা পাচ্ছেন না মোছা. কুলছুন নেছা নামের এক অসহায় বিধবা স্ত্রী। বৃহস্পতিবার সকালে তিনি স্থানীয় সোনালী ব্যাংকে এসে টাকা না পেয়ে ফেরত যাওয়ার সময় কান্না জড়িত কণ্ঠে জানায়। এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা।
জানা যায়, উপজেলার গজারিয়া কীর্ত্তন খোলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত জয়নাল আবেদীনের স্ত্রী গত মে, জুন ও জুলাই মাসের মুক্তিযোদ্ধা ভাতা পায়নি। প্রত্যেক মাসে ব্যাংকে এসে টাকা না পেয়ে বাড়ি ফিরে যান। ছেলের অভাব অনটনের সংসারে খুব অসহায় হয়ে দিন যাপন করছেন।
মোছা. কুলছুন নেছা বলেন, তিন মাস ধরে স্বামীর কোন ভাতা পাই না। ছেলের অভাব অনটনের সংসার। একটা ঈদ গেলো নিজেও কিছু কিনি নাই ছেলে- মেয়ে এবং নাতি-নাতনীদেরও কিছু কিনে দিতে পারি নাই। ব্যাংকে আসলে বলে টাকা আসে নাই। কি কারনে আসেনা তাও জানি না।
সখীপুর বাজার সোনালী ব্যাংক শাখা সূত্রে জানা যায়, কুলছুন নেছার ব্যাংক হিসাবে জুন মাসের ভাতা ১২ হাজার টাকা মে মাসে জমা হয়েছে। তারপর আর কোন টাকা জমা হয়নি।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. মুনসুর আহমেদ বলেন, ভাতা ব্যবস্থাপনার (এম.আই.এস) এ কোন প্রকার ভুল না থাকা স্বত্তেও তিন মাস ধরে এক মুক্তিযোদ্ধার ভাতা আসছে না। এ বিষয়টি মন্ত্রনালয়ে জানানো হয়েছে, খুব দ্রুতই সমাধান হবে।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি