বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৩:৩৫ অপরাহ্ন
মিঠু সূত্রধর পলাশ,
নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া), কালের খবর : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ম্যানিজিং কমিটির দুইবারের সাবেক সভাপতি, হাজী শাসুল হক(৭০) গতকাল সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করিয়াছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মুত্যুকালে তিনি ২ ছেলে ৪ মেয়ে রেখে গেছেন। মাগরিব নামাজের পর শিবপুর ইউনিয়নের ওয়ারুক সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে ওয়ারুক গ্রামে তাদের পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।
শাসুল হকের মুত্যুতে শোক জানিয়েছেন উপজেলা বিএনপিসহ তার অঙ্গ সংগঠন, অনান্য রাজনৈতিক দল,স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সংগঠন।
উল্লেখ্য যে, গত কয়েকদিন আগে অনুষ্ঠিত ঈদ-উল আযহার দিন মারা গেছে তার স্ত্রী।