শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০১ পূর্বাহ্ন
আহমেদ সাজু (সখীপুর) টাঙ্গাইল, কালের খবর : সখীপুরে এলজিইডি কচুয়া বহেড়াতৈল সড়কের আন্দি বাজারের পুর্ব পাশে পুরাতন ব্রীজের স্লাভের একটি অংশ ঢালাই খসে পড়ে রড বেড়িয়ে যায়।এদিকে বিকল্প কোন সড়ক না থাকায় চরম ঝুঁকি নিয়েই যানবাহন চলাচল করতে দেখা গেছে।রবিবার সকালে সরেজমিনে দেখা যায়,অত্যন্ত ঝুঁকি নিয়ে তিন চাকার যান চলাচল করছে। এতে যেকোন সময় ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা।স্থানীয় ইউপি সদস্য আব্দুর রাজ্জাক ধলা মিয়া বলেন, কালিহাতি, ঘাটাইল ও ভালুকাসহ আশেপাশের কয়েকটি উপজেলার মানুষ সীমাহীন দূর্ভোগ পোহাচ্ছে। এবিষয়ে সখীপুরের উপসহকারী প্রকৌশলী ফরিদ মিয়া বলেন,ব্রীজটি অনেক আগের এবং গাড়ির চাপ বেশি থাকায় একপাশ ভেঙ্গে গেছে।ইতিমধ্যে ব্রীজটি টেন্ডার হয়েছে। কিছু দিনের মধ্যে কাজ শুরু হবে বলে তিনি প্রতিবেদককে জানিয়েছেন।