প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ২:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৭, ২০২১, ৯:৩৬ পি.এম
রাস্তা পাকাকরন ও খাল খনন এর দাবিতে দশমিনায় মানববন্ধন। কালের খবর
মোঃ আরিফুর রহমান (ঝন্টু) দশমিনা প্রতিনিধি, কালের খবর : দশমিনা উপজেলায় জলাবদ্ধতা নিরাসনে ও খাল খনন রাস্তা পাকাকরনের দাবিতে সকাল সাড়ে ১১ টার সময় উপজেলার ২নং ও ৯নং ওয়ার্ডে বাসিন্দারা মানববন্ধ করেন। উপজেলার সদরে প্রায় দেড় থেকে ২ শত কৃষক পরিবার তাদের কৃষি কাজের জন্য চাষযোগ্য জমি বর্ষার জমে অনাবাধি থাকে তাই হিজল তলা কালভার্ট থেকে আঃ রশিদ সরদার বাড়ি পর্যন্ত ১ কিঃ মিটার খাল খনন, রাজ্জাক হাওলাদার বাড়ী থেকে গোলখালী মৎস্য কেন্দ্র ভায়া উত্তর পূর্ব লক্ষীপুর সরকারি প্রাঃ বিদ্যালয় এবং হিজল তলা থেকে উত্তর পূর্ব লক্ষীপুর সরকারি প্রাঃ বিদ্যালয় পর্যন্ত ৪ কিঃ মিঃ রাস্তা পাকা করনের দাবি জানান । স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী, আবদুর রহমান , শাহজাহান, নুরুল আমিন, আবু সরদার ও রিয়াজ বলেন দশমিনা উপজেলার প্রান কেন্দ্রে অবস্থিত দুটি রাস্তা এই রাস্তাদিয়ে প্রাথমিক, মাধ্যমিক,কলেজ, মাদ্রসার শিক্ষার্থীরা বর্ষার মৌসুমে কাঁদা পানি পার হয়ে আসাযাওয়া করেন এবং উপজেলার সাথে কয়েকশত মৎস্য ব্যবসায়িদের দৈনিক আসাযাওয়া এবং হিজল তলা এলাকায় দেড় থেকে দুইশত কৃষকের জীবিকা কৃষি জমির ওপর কিন্তু খাল ভরাট থাকায় জমিতে ৩-৪ ফুট পনিতে তলিয়ে থাকে কৃষকরা তাদের বীজতলা ও ধান রোপন করতে পারছেনা তাই উক্ত খাল খনন জরুরী । মানববন্ধনে তারা স্থানীয় সংসদ সদস্য ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি