বুধবার, ১৯ মার্চ ২০২৫, ১২:৪৭ অপরাহ্ন
মোঃ মুন্না হুসাইন তাড়াশ(সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জ তাড়াশে সর্বত্র করোনা ভাইরাসের সংক্রমনের হার উর্ধমুখী হওয়ার কারণে জনসচেতনা বৃদ্ধির লক্ষে জেলা পুলিশের উদ্যোগে করোনা প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচার অভিযান শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় তাড়াশ থানা পুলিশের আয়োজনে “মাক্সআপ তাড়াশ নামে প্রচার অভিযান কর্মসূচি পালিত হয়েছে। সকালে স্থানীয় তাড়াশে প্রেস ক্লাবের সামনে সারর্জেন অফিসার এই কর্মসুচির উদ্বোধন করে। এরপর পুলিশ সদস্যরা জনসচতেনা বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে মাক্স বিতরণ কর্মসূচি পালন করেন। উপজেলার সর্বস্থরের সাধারন মানুষের মধ্যে করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের দেয়া নির্দেশনা মেনে মাক্স ব্যবহারের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন তাড়াশ থানার সাধারন সম্পদক সঞ্জিত কর্মকার সভাপতি উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান,ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খা সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য।
সম্প্রতি সিরাজগঞ্জ জেলাতে করোনা ভাইরাসের সংক্রমনের হার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। পাশ্ববর্তী নাটোর জেলা ও রাজশাহী বিভাগে করোনা ভাইরাস সংক্রমনের হার বৃদ্ধির কারণে সেখানে লকডাউন দেয়া হয়েছে। তাই সিরাজগঞ্জ জেলার বসবাসকৃত মানুষদের করোনা সংক্রমনের হাত থেকে রক্ষার জন্য প্রত্যেককে সামাজিক দূরত্বসহ স্বাস্থ্যবিধি অনুসরণ ও মাক্স ব্যবহারের জন্য সিরাজগঞ্জ জেলা পুলিশ এই কর্মসূচি শুরু করেছে।