স্টাফ রিপোর্টার, কালের খবর : রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার যাত্রাবাড়ী চৌরাস্তার উত্তর পাশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের নামে একটি পার্ক উদ্বোধন করা হয়েছে। আগে এই পার্কটি যাত্রাবাড়ী পার্ক নামে পরিচিতি ছিল। এর নাম পরিবর্তন করে নতুন নামে বুধবার বেলা ১১ টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস 'শহীদ শেখ রাসেল পার্ক' নামে উদ্বোধন করেন।
৪৮ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী আবুল কালাম অনু'র সভাপতিত্বে এতে উপস্হিত ছিলেন ঢাকা -৫ আসনের এমপি কাজী মনিরুল ইসলাম মনু ও যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনর রশীদ মুন্না,
সংরক্ষিত কাউন্সিল নাজমা খোকন, ৪৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন গেসু,ঢাকা দক্ষিন সিটি করপোরেশন এর চীফ অফিসার ফরিদ আহমেদ, ধনিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ কে খান জয়সহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি