শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৮:৪৭ অপরাহ্ন
সাঈদ ইবনে হানিফ, কালের খবর ঃ যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর জাহান ইসলাম (নীরা) হৃদ রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। আজ বৃহস্পতিবার, যশোর ২৫০শয্যা হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে যশোর জেলার বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন শুভাকাঙক্ষীরা।
আকষ্মিক এই মৃত্যুতে তাৎক্ষনিক ভাবে শোক প্রকাশ করেন, যশোর সদর সহ বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রাজনৈতিক দলের নেতাকর্মীবৃন্দ। মনে হয় হঠাৎ করে যশোরের রাজনৈতিক অঙ্গনে নেমে আসে শোকের ছায়া। তার শুভাকাঙ্খীরা জানাই, নুরজাহান ইসলাম নীরা ছিলেন সদা হাস্যজ্জল,তিনি সব শ্রেণীর মানুষের সাথে মন খুলে কথা বলতেন। যে কারণে তিনি অতি অল্প দিনেই মানুষের মন জয় করে উপজেলা পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব পান। কিন্তু বিধির লিখন এভাবে হঠাৎ করেই তিনি আমাদের মাঝ থেকে হারিয়ে যাবেন এটা আমরা কখনোই কল্পনা করিনি। সত্যি আজকের রাজনৈতিক অঙ্গনে তার মত খোলা মনের মানুষের অতি প্রয়োজন ছিল।