মো:কবির হোসেন, কালের খবর :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা আওয়ামী লীগের দুই নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা শাখার যুব ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দিন এবং পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাহবুবুর রহমানকে অশুভ আচরণ ও দলীয় শৃংখলা ভংগের দায়ে তাদের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়ার এ সিদ্বান্ত নেয় দল। দলীয় প্যাডে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ হালিম স্বাক্ষরিত চিঠির বরাত দিয়ে সূত্র জানায়, গত ৩ ফেব্রুয়ারী স্থানীয় ডাকবাংলো প্রাঙ্গনে সরকারী কর্মকর্তা/কর্মচারীর উপর আক্রমণাত্মক অশুভ আচরণ দলীয় শৃংখলা ভংগের সামিল বিধায় বাংলাদেশ আওয়ামী লীগ নবীনগর উপজেলা শাখার সভাপতি ফয়জুর রহমান বাদল এমপি’র পরামর্শে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দলীয় পদবী ব্যবহার করে সাংগঠনিক কর্মকান্ড না করা করার নির্দেশ দেওয়া হয়। উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোটেক সুজিত কুমার দেব সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে বলেন, সাংগঠনিক কাঠামোয় তাদের বিরুদ্ধে সাময়িক শাস্তিমূলক এ ব্যবস্থা নেয়া হয়েছে।
Related
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি