বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৪:১৯ পূর্বাহ্ন
পীরগঞ্জে সাংবাদিক রোজিনার মুক্তির দাবীতে মানববন্ধন
এন এন রানা, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থাকারীদের বিচার এবং তাঁর নিঃশর্ত মুক্তির দাবীতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে । বুধবার সকাল সাড়ে ১১টায় শহরের পূর্ব চৌরাস্তায় পীরগঞ্জ উপজেলার সাংবাদিক ও সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন, বাংলাদেশের কমিউষ্টি পার্টির পীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাড. আবু সায়েম, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন বাবুল, পৌর প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন, ভোরের দর্পন প্রতিনিধি আসাদুজ্জামন আসাদ, যায়যায়দিন প্রতিনিধি নসরতে খোদা রানা প্রমূখ।
এ সময় বক্তরা, সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও তাঁকে হেনস্থাকারীদের বিচার দাবী করেন।