কালের খবর প্রতিবেদক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার মোবাইল ফোন ব্যবসায়ীদের সাশ্রয়ী মূল্যে ফোরজি সমর্থিত হ্যান্ডসেট দেশের মানুষের হাতে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশ মোবাইল ফোন ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন (বিএমপিআইএ)-এর নেতৃবৃন্দ সম্প্রতি মোস্তাফা জব্বার -এর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী বাংলাদেশকে আমদানিকারক থেকে উৎপাদনকারীতে রূপান্তর করতে বদ্ধপরিকর। ইতিমধ্যে সরকার প্রণোদনাও ঘোষণা করেছে।
তিনি সরকারি এসব সুবিধা গ্রহণ করে বিশ্বের নামকরা ব্র্যান্ডের হ্যান্ডসেট বাংলাদেশে তৈরি ও রপ্তানি করার পরামর্শ দেন। বিএমপিআইএ নেতৃবৃন্দ মন্ত্রীকে জানান, ২০১৮ সালের জুন মাসের মধ্যে বাংলাদেশে বিভিন্ন ব্র্যান্ডের হ্যান্ডসেট উৎপাদন করা সম্ভব হবে।
মন্ত্রী আরও বলেন, সরকার আইএমইআই নিবন্ধনের কাজ শুরু করেছে, যার ফলে দেশে অবৈধ হ্যান্ডসেট আমদানি বন্ধ হবে। বিএমপিআইএ নেতৃবৃন্দ মন্ত্রীকে জানান, বিএমপিআইএ এরই মধ্যে নিজস্ব ব্যয়ে বিটিআরসির সঙ্গে এনওসি অটোমেশন ও আইএমইআই ডাটাবেজ প্রকল্পের কাজ শুরু করেছে।
বিএমপিআইএ’র সভাপতি রুহুল আলম আল মাহবুব ও সাধারণ সম্পাদক জাকারিয়া শহীদ ডিজিটাল বাংলাদেশ দ্রুত বাস্তবায়নের জন্য সরকারকে মোবাইল ইন্ডাস্ট্রির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি