সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৩:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
নবীনগরে চাঞ্চল্যকর ভাই হত্যা মামলার আসামী ১২ বছর পর এয়ারপোর্ট থেকে গ্রেফতার। কালের খবর অর্থ পাচার রোধ ও স্থিতিশীল রাষ্ট্রকাঠামো বির্নিমানে দ্বৈত নাগরিকত্বের ব্যাপারে সিদ্বান্ত জরুরী। কালের খবর রামগড় স্থলবন্দর পরিদর্শনে নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন। কালের খবর ময়নামতি উপজেলা’ বাস্তবায়নে লক্ষ্যে জাতীয় প্রেসক্লাবে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত। কালের খবর বিজয় মেলা দে‌খে বা‌ড়ি ফেরা হ‌লো না কলেজ ছা‌ত্র সাহ্লাপ্রু মারমা। কালের খবর মাদকমুক্ত সমাজ গঠনে ভুমিকা রাখবে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট : ওয়াদুদ ভূইয়া। কালের খবর গুইমারায় অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে যৌথবাহিনী। কালের খবর মাকে ৭ বছর পর পেয়ে জড়িয়ে ধরলেন তারেক রহমান। কালের খবর জমি দখলে বেপরোয়া রুহুল আমিন হাওলাদার। কালের খবর মাটিরাঙায় সেনা অভিযানে ১৪ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ। কালের খবর
সাংবাদিক সৈয়দ সিরাজুল ইসলাম হাসানকে মিথ্যা মামলায় জড়াতে থানায় জিডি। কালের খবর

সাংবাদিক সৈয়দ সিরাজুল ইসলাম হাসানকে মিথ্যা মামলায় জড়াতে থানায় জিডি। কালের খবর

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার, কালের খবর :

সাংবাদিক সৈয়দ সিরাজুল ইসলাম হাসানকে মিথ্যা মামলায় জড়াতে শ্রীমঙ্গল থানায় একটি মিথ্যা ভিত্তিহীন জিডি করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। একজন গনমাধ্যমকর্মীকে সামাজিক ভাবে একরকম হেয় প্রতিপন্ন করতে এ ধরনের ঘৃণিত অপরাধ যা দেশের সকল সাংবাদিককে অপদস্ত করার সামিল।

জানাযায় গতকাল বৃহস্পতিবার সকালে শ্রীমঙ্গল ধলাই চা বাগান সংলগ্ন ১৭ নম্বর সেকশনের অন্যের একটি লেবু বাগান থেকে জোরপূর্বক ও ভয় ভীতি দেখিয়ে জনৈক ময়না মিয়া অবতার সঙ্গীরা জোর পূর্বক কয়েক মন লেবু ছিড়ে নিয়ে গেছে। এমন অভিযোগের ভিত্তিতে, ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য “দৈনিক দিগন্তর” পত্রিকার স্টাফ রিপোর্টার ও মৌলভীবাজার রাজনগর থেকে প্রকাশিত “”রাজনগর বার্তা”র বার্তা সম্পাদক সৈয়দ সিরাজুল ইসলাম হাসান তার মোবাইল থেকে ময়না মিয়াঁর মোবাইল ফোনে ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য কল করেন এবং ফোন রেখে দেন।

পরবর্তীতে ঘটনার দিন রাত ১টার দিকে সৈয়দ হাসানকে অভিযুক্ত ময়না মিয়া তার মোবাইল ফোন থেকে কল করে বলেন যে তার নামে তিনি থানায় একটি জিডি করেছেন।

এ বিষয়ে সৈয়দ সিরাজুল ইসলাম হাসান আমাদেরকে জানান, আজ (শুক্রবার) শ্রীমঙ্গল থানা থেকে এস আই আলামিন মোবাইল ফোনে আমার নামে থানায় জিডি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এবং জিডিতে অভিযোগ করা হয়েছে আমি নাকি ফোনে সাংবাদিক পরিচয় না দিয়ে বিজিবির সদস্য পরিচয়ে তাকে ভয় ভীতি প্রদর্শন করে চাঁদা চেয়েছি। যার পুরোটাই অসত্য।

পরবর্তীতে আমি নিজে থানায় উপস্থিত হয়ে ময়নার সাথে আলাপের সম্পূর্ণ রেকর্ড এসআই আল-আমিনকে শুনাই এবং তার হোয়াটসঅ্যাপে রেকর্ডটি হস্তান্তর করে আসি।

ঘটনাটি স্থানীয় সাংবাদিক মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিষয়টি শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল সালেক দুলালকে অবগত করা হয়েছে বলে জানাগেছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com