কালের খবর : সাংবাদিক নিপীড়নকারী ৩২ ধারা বাতিলের দাবীতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্র ঘোষিত ১১ ফেব্রুয়ারি দেশব্যাপী মানববন্ধন, সমাবেশ ও মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান কর্মসূচী সফলের আহবান জানিয়েছে ঢাকা জেলা কমিটি।
মঙ্গলবার ৬ ফেব্রুয়ারি ১২টায় বিএমএসএফ’র গুলশানস্থ ঢাকা জেলা কমিটির কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন বিএমএসএফ’র ঢাকা জেলা কমিটির আহবায়ক আবুল কালাম আজাদ।
সভায় কর্মসূচী সফল করতে বক্তব্য রাখেন ঢাকা জেলা কমিটির যুগ্ম-আহবায়ক নাজমা সুলতানা নীলা, যুগ্ম-আহবায়ক জালাল উদ্দিন জুয়েলসহ মিরপুর, ভাটারা, উত্তরা ও সাভার উপজেলার সাংবাদিক নেতৃবৃন্দ।
আগামী ১১ ফেব্রুয়ারি সকাল ১০টায় সাংবাদিক নিপিড়নকারী ৩২ ধারা বাতিলের দাবীতে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ শেষে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করা হবে। কর্মসূচী সফল করতে সাংবাদিকদের সকল সংগঠনকে দলমত নির্বিশেষে অংশগ্রহনের আমন্ত্রন জানানো হয়।
প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির আইন উপদেষ্টা এ্যাডভোকেট কাওসার হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা কমিটির উপদেষ্টা কলিম এম জায়েদী, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শামসুল আলম নিক্সন, প্রচার সম্পাদক এস এম জীবন, কেন্দ্রীয় সদস্য কামাল হোসেন।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি