শনিবার, ১৩ অগাস্ট ২০২২, ১২:৪৯ পূর্বাহ্ন
হোসেন (বাবু) পোরশা, (নওগাঁ) প্রতিনিধি, কালের খবর : করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় পোরশায় পঞ্চম দিনের মতো সর্বাত্মক লকডাউন চলছে। শুরুর কয়েক দিন ঢিলঢালাভাবে লকডাউন পালন হলেও, কিন্তু পঞ্চম দিনে অনেকটা কঠোর ভাবে পালন হচ্ছে সর্বাত্মক লকডাউন।
লকডাউনের পঞ্চম দিনে জন সচেতনা বাড়াতে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন।
রবিবার বিকেলে উপজেলার কালাইবাড়ি, গাংগুরিয়া, সরাইগাছি, কপালিমোড়, পোরশা ও নিতপুরের বিভিন্ন স্থানে করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে সচেতনতা কার্যক্রম ও মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা।
এতে সরকারি বিধি নিষেধ অমান্য করে দোকানপাট খুলে রাখায় 5টি মামলায় 10হাজার,6শত টাকা জরিমানা করা হয়।