বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ন
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি, কালের খবর :
কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলার শিবেরডাংঙ্গী মাওলানাপাড়া গ্রামের মোঃআব্দুল বারেক এর মেয়ে মোছাঃ ফাতেমা আক্তার (রুমি) বিয়ের দাবীতে বালিয়ামারী ব্যপারীপাড়া গ্রামের প্রেমিক মোঃসজীবের বাড়িতে গিয়ে উঠে।
গত শুক্রবার ১১ টার সময় এ ঘটনাটি ঘটে। সজীবের পিতা আবদুল্লাহ আল মাহমুদ (খুরুম)।
রুমি সাক্ষাৎকারে সাংবাদিকদের বলেন আমার সাথে দীর্ঘ ১৮ মাসের সম্পর্ক। মোবাইলে কথাবার্তা সহ সামনাসামনি দেখা ও কথাবার্তা হয়েছে। আমি সজীব কে বিয়ের কথা বললে সে আমাকে অস্বীকৃতি জানায় এবং আমাকে ভুলে যেতে বলে।তাই আমি সজীবের বাড়িতে এসে ঘরের ভিতরে আশ্রয় নেই, কিন্তু সজীবের মা ও তার বড় ভাই ঘরের পিছনের দরজা ভাঙে ঘরে প্রবেশ করে আমাকে টেনে-হিঁচড়ে রাস্তায় ফেলে দেয়। সেখান থেকে আমাকে সাবেক ইউপি সদস্য মোঃ ফরিদুল ইসলাম ও ছাত্রলীগের সভাপতি মোঃ সাইদুর রহমান আমাকে উদ্ধার করে ফরিদুল মেম্বারের বাড়িতে নিয়ে যায়।
পরবর্তিতে ঘটনার সত্যতা যাচাই করতে ছেলের বাড়িতে গেলে সজীবের মা ও বড় ভাই ঘর থেকে টেনে-হিঁচড়ে রাস্তায় ফেলে দেওয়া কথা শিকার করেন।
ঐ দিন সন্ধ্যায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে ঘটনাটি সামাধান করার জন্যে বসে কিন্তু প্রেমিক সজীব উপস্থিত না থাকায় ঘটনাটির সমাধান করা সম্ভব হয়নি।
এ বিষয়ে রাজিবপুর থানার অফিসার ইনচার্জ এর কাছে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন আমরা অভিযোগ পেয়েছি , বিষয়টি তদন্ত করা হচ্ছে ।