হোসেন (বাবু) পোরশা প্রতিনিধি, কালের খবর :
নওগাঁ জেলার পোরশা থানায় ধুলাডাঙ্গা গ্রামে মো মমিনুর রহমান (৪৭) নামের খড়ের পালায় বৃহস্পতিবার (৮ এপ্রিল) দিবাগত রাতে, রাত ২টার দিকে দুর্বৃত্তরা আগুন লাগায়।
এই আগুন দেখতে পেয়ে গ্রামের প্রতিবেশীর চেচামেছিতে মমিনুরের ঘুম ভাঙ্গে ঘুম থেকে উঠে দেখেন যে তারি খড়ের পালাতে আগুন জ্বলছে ছুটে এসে আমি দেখি আমার প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করছে ।
কিন্তু সেখানে আমিও দৌড়ে যাই গিয়ে আগুন নেভাতে লাগি কিন্তু ততক্ষণে আগুন দাউ দাউ করে জ্বলে ওঠেছে,আমি সহ আমার প্রতিবেশীরা প্রায় দুই থেকে আড়াই ঘণ্টা আগুন নেভানোর চেষ্টা করি।
কিন্তু কোন লাভ হয় না। ততক্ষণে সমস্ত খড় পুড়ে ছাই হয়ে যায়।এ ঘটনায় কৃষক মোঃ মমিনুর রহমান ডেইলি নিউজ বাংলা কে জানান যে এতে তার অনুমানিক ৭ থেকে ৮ লাখ টাকা ক্ষতি হয়েছে। তিনি আরো জানান যে,কে বা কাহারা যে আগুন লাগাইছে আমি তার কিছুই জানি না।
কিন্তু যদি জানতে পারতাম তাহলে আইনের কাছে তার যথেষ্ট শাস্তি দাবি করতাম। কিন্তু কেন করলো এমনটা আমি জানি না।আমার যে,ক্ষতি করেছে আমি, তাদের বিচার চাই।প্রশাসনের কাছে আমার অনুরোধ আপনারা এই বিষয়টা খতিয়ে দেখবেন।
এবং কী এর সঠিক বিচার করবেন । আমার মতো আর যাতে কোনো গরিব মানুষের কোনদিন যেন এই ক্ষতিটা আর না হয়। আমি তার তীব্র নিন্দা জানাই।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি