সরকারের নির্দেশনা উপেক্ষা করে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পরানপুর এলাকায় 'অন্যরকম বিদ্যানিকেতন' নামে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি না মেনে পাঠদান কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে শিক্ষার্থীদের মধ্যে করোনা ঝুঁকি দেখা দেয়ার সম্ভাবনা রয়েছে। তবে মঙ্গলবার (৬ এপ্রিল) সকালে সাংবাদিকরা ওই প্রতিষ্ঠানে গেলে পাঠদান বন্ধ করে শিক্ষার্থীদেরকেও দ্রুত ছুটি দেওয়া হয়।
সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়টির মেইন গেট বন্ধ।শুধু ছোট পকেট গেটটি খোলা রয়েছে। ভেতরে ক্লাস চলছে। কিন্তু বাইরে থেকে ক্লাস করার দৃশ্য বোঝার উপায় নেই। সাংবাদিকের উপস্থিতি টের পেরে বিদ্যালয়ের পাঠদান বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
এর কিছুক্ষণ পরেই সাইকেলের পেছনে বই নিয়ে শিক্ষার্থীদের বাড়ি ফিরতে দেখা যায়। তাদের অনেকের মুখেই মাস্ক ছিল না। সাংবাদিক দেখে অনেক শিক্ষার্থীদের অনেকেই দৌড়ে পালিয়ে যায়। কয়েকজন শিক্ষার্থীকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানান, প্রতিদিন ভোর থেকেই ক্লাস হয়।
অন্য রকম বিদ্যানিকেতনের পরিচালকের স্ত্রী আফরিন বেগম জানান, বিদ্যালয় বন্ধ করে দেয়া হয়েছে। শিক্ষার্থীরা ফরম পূরণের জন্য বিদ্যালয়ে এসেছিল। তবে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা কোন পরীক্ষার ফরম পূরণ করতে আসে জানতে চাইলে তিনি কৌশলে এড়িয়ে যান।বিদ্যালয়টির পরিচালক ইয়াছিন আলী বলেন, স্কুলে কোনো ক্লাস চলে না। তবে জেএসসি ফরম পূরণের জন্য ছাত্ররা এসেছিল।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি