গাজীপুর বিআরটিসি বাস ডিপোর ম্যানেজার (অপারেশন) জিয়াউর রহমানের দাবিকৃত প্রতিদিন ১০ হাজার টাকা করে ঘুষ না দেওয়ায় নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাউছিয়া-ঢাকা কুড়িল বিশ্বরোড পর্যন্ত চলাচলকারী বিআরটিসি (ননএসি) বাস সার্ভিস বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার (০২ এপ্রিল) ভোর থেকেই ম্যানেজারের নির্দেশে ওই রোডের বাস সার্ভিস বন্ধ করে দেওয়া হয়। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। এ অবস্থায় ‘কুড়িল বিশ্বরোড ও গাউছিয়া সড়কটি দুর্নীতিবাজদের হাত থেকে রক্ষা করুন, জনদুর্ভোগ লাঘব করুন’ স্লোগানে রূপগঞ্জে বিআরটিসি বাস সার্ভিস চালুর দাবিতে মানববন্ধন করেছেন যাত্রী সাধারণ ও ইজারাদারের লোকজন।
শুক্রবার (০২ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার ভুলতা গাউছিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন করেন তারা। বিআরটিসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করে দুর্নীতিবাজ ম্যানেজারকে অপসারণের দাবি জানান বিক্ষুব্ধরা।
গাউছিয়া-কুড়িল বিশ্বরোড পর্যন্ত চলাচলরত বিআরটিসি বাস সার্ভিসের ইজারাদার হারুন মিয়া বলেন, ২০২০ সালের ২৪ আগস্ট থেকে গাউছিয়া-কুড়িল বিশ্বরোড পর্যন্ত চলাচলরত বিআরটিসি বাস সার্ভিসের দায়িত্ব পাই। এরপর থেকে সরকারি রাজস্ব নিয়মিত পরিশোধ করে বাস সার্ভিস পরিচালনা করে আসছি। গাজীপুর বিআরটিসি বাস ডিপোর ম্যানেজার জিয়াউর রহমান প্রতিদিন ১০ হাজার টাকা করে ঘুষ দাবি করে আসছিলেন। চাপের মুখে তাকে দিনে পাঁচ হাজার টাকা করে দিয়েছি। ১০ হাজার টাকা করে ঘুষ দিতে রাজি না হওয়ায় কয়েকদিন ধরেই জিয়াউর রহমান গাউছিয়া-কুড়িল বিশ্বরোড পর্যন্ত চলাচলরত বিআরটিসি বাস সার্ভিস বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে আসছিলেন। এ নিয়ে তার বিরুদ্ধে অভিযোগ দিয়েছি। এরই মধ্যে জিয়াউর রহমানের নির্দেশে শুক্রবার ভোর থেকে বাস সার্ভিস বন্ধ হয়ে যায়। এতে শত শত যাত্রী চরম ভোগান্তিতে পড়েন।
যাত্রীদের অভিযোগ, রাজধানী ঢাকায় প্রবেশের সহজ পথ হিসেবে গাউছিয়া-কুড়িল বিশ্বরোড সড়কটি ব্যবহার করেন যাত্রীরা। বিআরটিসি বাস সার্ভিস চালু থাকায় যাত্রীরা সহজে গন্তব্যে যেতে পারেন। বিআরটিসি বাস সার্ভিস বন্ধ থাকায় সময়মতো গন্তব্যে যেতে পারছেন না তারা।
এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর বিআরটিসি বাস ডিপোর ম্যানেজার (অপারেশন) জিয়াউর রহমান কালের খবরকে বলেন, ঘুষের টাকা দাবির বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তবে পুনরায় বাস সার্ভিস চালু করে দেওয়া হবে।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি