নয়ন ইসলাম, শাহজাদপুর ( সিরাজগঞ্জ) প্রতিনিধি, কালের খবর : শাহজাদপুরে সরকারি ভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অস্ত্রপচার কার্যক্রম চালুর মাধ্যমে স্বাস্থ্য সেবায় নতুন দ্বার উন্মোচিত হলো এ অঞ্চলের মানুষের জন্য। এ সেবা চালুর মাধ্যমে সাধারণ মানুষ বিনামূল্যে পাবেন উন্নত স্বাস্থ্য সেবা। এর ফলে সাধারণ মানুষ এখন সরকারি ভাবে সেবা নিতে আগ্রহী হয়ে উঠবেন বলে আশাবাদী কর্তপক্ষ। নির্ভরযোগ্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করতেই দীর্ঘদিন বন্ধ থাকার পর সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অস্ত্রপচার কার্যক্রম ( সিজারিয়ান সহ ) উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ হাসিবুর রহমান স্বপন। শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে উদ্বোধনি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, ভাইস চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ শামসুজ্জোহা, সহকারি কমিশনার (ভূমি) মোঃ মাসুদ হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা খান প্রমুখ।
উদ্বোধনি বক্তব্যে স্থানীয় এমপি মোঃ হাসিবুর রহমান স্বপন বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অস্ত্রপচার কার্যক্রমের মাধ্যমে শাহজাদপুরে স্বাস্থ্য সেবার নতুন দ্বার উন্মোচন হলো। দীর্ঘদিন বন্ধ থাকার পর এই কার্যক্রম চালু হওয়া সত্যি শাহজাদপুরবাসীর জন্য অত্যান্ত আনন্দের খবর। সাধারণ রোগীরা যেন স্থানীয় দালাল চক্রের খপ্পরে পরে বিভ্রান্ত না হন সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি