ইমরান ভুইয়া শুভ, রুপগঞ্জ প্রতিনিধি , কালের খবর : নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্য নদীর তীরের জমিতে বালু ভরাটকে কেন্দ্র করে প্রাণ আরএফএল কোম্পানির লোকজনের সঙ্গে গ্রামবাসীর দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সর্টগানের দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়েন। তবে, এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারিনি পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
সোমবার (৮ মার্চ) দুপুরে উপজেলার দাউদপুর ইউনিয়নের কলিংগা এলাকায় ঘটে এ সংঘর্ষের ঘটনা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সুত্রে জানা গেছে, নরসিংদী জেলার পলাশ থানার ডাঙ্গা কাজিরচর এলাকার শীতলক্ষ্যা নদীর উত্তর পার্শে প্রাণ আরএফএল কোম্পানি অবস্থিত। আর এ কোম্পানির সীমান্তবর্তী এলাকা হলো নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার দাউদপুর কলিংগা এলাকা। আর কলিংগা গ্রাম পড়েছে শীতলক্ষ্যা নদীর দক্ষিণ পার্শে। ওই কোম্পানির সুবিধার্থে কর্তৃপক্ষ কলিংগা গ্রামের শীতলক্ষ্যা নদীর পাশে বেশ কিছু জমি ক্রয় করেন গাড়ি পার্কিং ও ঝেটি নির্মাণের উদ্দেশ্যে। তবে, অনেকের জমি কেনা হয়নি বলে অভিযোগ করেন গ্রামবাসী। আর সেখানে পুরো জমি না কিনে গাড়ি পার্কিং ও ঝেটি নির্মাণের লক্ষ্যে বালু ভরাট করতে গেলে গতকাল সোমবার সকালে গ্রামের লোকজন বাঁধা দেয়। এসময় গ্রামবাসীর সঙ্গে সমঝোতা করে বালু ভরাট করতে অনুরোধ জানানো হয়। দুপুর ১টার দিকে গ্রামবাসীর বাঁধা না মেনে প্রাণ আরএফএল কোম্পানির নিয়োজিত লোকজন বালু ভরাট করতে থাকেন।
এতে গ্রামবাসীর সঙ্গে কোম্পানির লোকজনের বাকবিতন্ডা ও তর্কবিতর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে প্রাণ আরএফএল কোম্পানির লোকজন গ্রামবাসীর উপড় অতর্কিত হামলা চালায়। গ্রামবাসীও পাল্টা হামলা চালায়। এসময় উভয় পক্ষ দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে দুই রাউন্ড সর্টগানের ফাঁকা গুলি বর্ষণ করেন।
এক পর্যায়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।
এ বিষয়ে জমির মালিক নজরুল ইসলাম বলেন, তারসহ হারেছুল, জুলহাস, কাইয়ুম, খালেকসহ বেশ কয়েকজনের জমি না কিনেই জোরপুর্বক বালু ভরাট করতে যায় প্রাণ আরএফএল কোম্পানির লোকজন। বাঁধা দিতে গেলেই ওই কোম্পানির এডমিন ম্যানেজার ফয়সাল আহাম্মেদের নেতৃত্বে বহিরাগতদের দিয়ে গ্রামবাসীর উপর অতর্কিত হামলা চালানো হয়।
এ ব্যপারে প্রাণ আরএফএল এডমিন ম্যানেজার ফয়সাল আহাম্মেদ বলেন, আমাদের নিজের জমিতে বালু ভরাট করছিলাম। স্থানীয় কিছু লোকের দাবিকৃত চাঁদার টাকা না দেয়ায় এ ঘটনা ঘটিয়েছে।
দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাষ্টার বলেন, গ্রামবাসীর অভিযোগ বা দাবির বিষয়টি শুনে কোম্পানি বালু ভরাট করলেতো এ সমস্যা হতো না।
ঘটনার সত্যতা স্বীকার করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তবে, এখন পর্যন্ত কোন পক্ষ থেকে অভিযোগ দেয়নি। এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি