নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিয়ম-নীতির তোয়াক্কা না করে জনবসতিতে গড়ে তোলা হয়েছে কয়লার ডাম্পিং। এতে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। ভোগান্তিতে পড়েছে এলাকার কয়েক হাজার বাসিন্দা।
এলাকাবাসীর অভিযোগ, প্রতিবাদ করায় অনেককেই নির্যাতনের শিকার হতে হয়েছে। মামলাও দেওয়া হয়েছে কয়েকজনের নামে।
রূপগঞ্জের মুড়াপাড়ার দড়িকান্দি এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে বীরপ্রতীক গাজী সেতুর পাশে স্থানীয় প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় চলছে কয়লার ব্যবসা। অথচ নেই পরিবেশ অধিদপ্তরের অনুমোদন। প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। পরিবেশদূষণের দায়ে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তবু উত্তরা ট্রেডার্স প্রাইভেট লিমিটেড নামের প্রতিষ্ঠানটি ব্যবসা চালিয়ে যাচ্ছে।
এলাকাবাসী জানায়, বাতাসে সব সময় কয়লার ধুলা ওড়ে। চারপাশে তা ছড়িয়ে পড়ছে। নদীর চর এলাকায় ৫০টি পরিবার সবজি চাষ করত। কয়লা ডাম্পিং করার পর সবজি হচ্ছে না। এতে কর্মহীন হয়ে পড়েছে তারা। পাশের স্কুল-মাদরাসায় কয়লার ধুলার আস্তরণ পড়ায় ছাত্র-ছাত্রীদের অসুবিধা হচ্ছে। পাশের মসজিদে নামাজ পড়তেও অসুবিধা হয়। নদীর পারে ঘুরতে যাওয়ারও উপায় নেই। দূষিত হয়ে পড়ছে নদীর পানি।
মুড়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. বরকত উল্লাহ মিয়া কালের কণ্ঠকে বলেন, ‘কয়লা ডাম্পিং করার কারণে মসজিদের মুসল্লিরা ঠিকমতো নামাজ পড়তে পারছেন না। স্কুল বন্ধ থাকলেও মাদরাসার ছাত্রদের পড়াশোনার খুবই ক্ষতি হচ্ছে। কয়লা ব্যবসায়ীদের অনেক বোঝানোর পরও তাঁরা কথা শোনেননি। শুধু বিদ্যালয় নয়, কয়লা ব্যবসার কারণে চারদিকের পরিবেশের ক্ষতি হচ্ছে।’ প্রতিবাদ করলে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।মুড়াপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. রেজাউল করিম হারেছ বলেন, ‘এলাকাবাসীর স্বার্থে আমি মানববন্ধনে অংশগ্রহণ করায় আমার বিরুদ্ধে ২৫ লাখ টাকার মিথ্যা চাঁদাবাজির মামলা দেওয়া হয়েছে।’
রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার মো. ফয়সাল আহমেদ জানান, কয়লার দূষণের কারণে শ্বাসকষ্ট, টাইফয়েড, নিউমোনিয়া, এমনকি দুরারোগ্য ক্যান্সার হতে পারে।
জানতে চাইলে উত্তরা ট্রেডার্স প্রাইভেট লিমিটেডের সাইট ম্যানেজার কাজী তারেক বলেন, ‘এ বিষয়ে কথা বলতে হলে আমার স্যারের সঙ্গে কথা বলতে হবে। আমার জানা মতে, পরিবেশ অধিদপ্তর বরাবর আবেদন করা হয়েছে। হয়তো অনুমোদন পেয়ে যাব।’
পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক (নারায়ণগঞ্জ) আব্দুল্লাহ আল মামুন বলেন, উত্তরা ট্রেডার্স প্রাইভেট লিমিটেডের কোনো অনুমোদন নেই। পরিবেশদূষণের কারণে এরই মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফা খানকে সঙ্গে নিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ ব্যাপারে আইনিভাবে যা করা দরকার তা করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ নুসরাত।
যোগাযোগ করা হলে রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান ভূইয়া বলেন, ‘কয়লা ব্যবসার কোনো অনুমোদন নাই। জনগণের স্বার্থ আমাকে দেখতে হবে।’