রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৫:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তি পরিবহনের চাপায় নারী নিহত। কালের খবর ভোরবেলা স’হবা’স করার ৭টি অবিশ্বাস্য উপকারিতা জেনে নিন। কালের খবর বীর মুক্তিযোদ্ধা আবদুল মুনাফ কে রাষ্ট্রীয় ও সামাজিক মর্যাদায় চিরবিদায় দিলো প্রশাসন সহ এলাকাবাসী। কালের খবর একজন আদর্শ শিক্ষকের গুণাবলি গুলি কী কী হওয়া উচিত। কালের খবর সবুজবাগের ৭৩নং ওয়ার্ডে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত। কালের খবর আগামীর বাংলাদেশ হবে জুলুম নির্যাতন ও অন্যায় দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ মাওলানা : আবদুল হালিম। কালের খবর সাংবাদিকতার হুমকি দেশের জন্য অকল্যাণকর। কালের খবর : মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। কালের খবর রায়পুরায় ৩১ দফা গণতন্ত্রের সনদ : কেন্দ্রীয় বিএনপি নেতা শ্যামল। কালের খবর খাগড়াছড়ি পাজেপ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে সকল কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ। কালের খবর
তাড়াশে সরিষা-ধান ক্ষেতে লেটুরা পোকার আক্রমণে দিশেহারা কৃষক। কালের খবর

তাড়াশে সরিষা-ধান ক্ষেতে লেটুরা পোকার আক্রমণে দিশেহারা কৃষক। কালের খবর

আতিকুল ইসলাম তাড়াশ (সিরাজগঞ্জ)প্রতিনিধি, কালের খবর  :  সগুনা ইউনিয়নের কুন্দইল গ্রামের ভুক্তভোগী কৃষক তৈয়ব আলী জানান, এবছর ১৬ বিঘা জমিতে তিনি সরিষার আবাদ করেছেন। আর ১০ থেকে ১২ দিন পর জমি থেকে পাকা সরিষা তুলে বাড়িতে নেওয়া যেত। কিন্তু এরই মধ্যে অসংখ্য লেটুরা পোকা আক্রমণ করে সরিষার আধা পাকা দানা চেটে খেয়ে ফেলছে।
একই গ্রামের আরেক ভুক্তভোগী কৃষক আজিজল রহমান বলেন, লেটুরা পোকা সরিষার ক্ষেত থেকে বোরো ধানে ছড়িয়ে পড়ছে। পোকাগুলো সদ্য রোপণকৃত ধান গাছের কাণ্ড খেয়ে নিচ্ছে।
সরিষার ক্ষেত ও বোরো ধানে লেটুরা পোকার আক্রমণে অনুরূপ ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছেন সগুনা ইউনিয়নের কুন্দইল, ধাপতেতুলিয়া, কামাড়শন, মাকোড়শনসহ বেশ কয়েকটি গ্রামের হাজারো কৃষক।
উপজেলা কৃষি বিভাগ জানিয়েছেন, এবছর ৪ হাজার ৩শ ৫০ হেক্টর জমিতে সরিষার আবাদ করা হয়েছে। আর বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২২ হাজার ২শ হেক্টর জমিতে।
সরেজমিনে বুধবার বিকেলে কুন্দইল ও ধাপতেতুলিয়া গ্রাম এলাকার বিস্তীর্ণ মাঠে দেখা গেছে, সরিষার গাছে ছোট-বড় অসংখ্য লেটুরা পোকা লেগে আছে। আর বোরো ধানের জমির মধ্যে যেখানে লেটুরা পোকা রয়েছে, সেখানে একটি ধান গাছেরও কান্দ নেই। সব পোকায় খেয়ে নষ্ট করে ফেলেছে।
এ প্রসঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুননাহার লুনা বলেন, ‘সরিষার ক্ষেতে কীটনাশক স্প্রে করতে বলা হয়েছে। অথবা চিটা গুড়ের সাথে কীটনাশক মিশিয়ে বড়ি তৈরি করে তা ছিটিয়ে দিতে বলা হয়েছে কৃষকদের। বোরো ধানের জমির পোকা বিস্তার লাভ করতে পারবে না। পানিতে পড়ে এমনিতেই মরে যাবে।’

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com