নিজস্ব প্রতিবেদক, কালের খবর : সদ্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা হাজী মো: শহীদ উল্লাহ এবং ৬৪নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব খন্দকার আজিজুর রহমানসহ সকল নেতাকর্মীদের স্বরন করেছে যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ। মঙ্গলবার বিকেলে যাত্রাবাড়ি থানাধীন মালঞ্চ কমিউনিটি সেন্টারে এ উপলক্ষে এক দোয়া ও শোকসভা অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৫ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুল ইসলাম মনু। সভায় সভাপতিত্ব করেন যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক হারুনর রশীদ মুন্না। শোক সভায় বক্তব্যে রাখেন ঢাকা-৫ আসনের মুখপাত্র ও ৪৮নং ওয়ার্ড কাউন্সিলর হাজী আবুল কালাম অনু, ৪৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন গেসু, যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন, ৪৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী শামীম আহমেদ প্রমূখ।
এ সময় যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনর রশীদ মুন্না বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলতেন আমার দলের শক্তি তৃণমূলের কর্মীরা। তাদের প্রতি খেয়াল রাখতে হবে। আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী যখন কারাগারে বন্দি, তখন রাজপথে নেমেছিল তৃণমূলের কর্মীরা। আজকে যাদের আমরা স্মরণ করছি তারা তৃণমূলের নেতা-কর্মী। তাদের কাছ থেকে শিক্ষা নিতে হবে।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি