স্থানীয়দের অভিযোগ, কিছুদিন আগেও ব্রিজের মাঝখানে পলেস্তার খসে গিয়ে গর্তের সৃষ্টি হয়। পরে স্থানীয় চেয়ারম্যান আমির হোসেন বাবুল কোনোরকম ইট-সিমেন্ট দিয়ে তা ঢেকে দেয়। কিন্ত এর কিছুদিন পর আবার ব্রিজের দুটি স্থানে পলেস্তার খসে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। ভাঙাচোরা ব্রিজটি অপসারণ করে নতুন ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
জানা গেছে, উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের শ্যামগ্রাম বাজারের প্রধার সড়কের খালের উপর প্রায় ৩৫ বছর আগে স্থানীয় প্রকৌশল বিভাগ ব্রিজটি নির্মাণ করেন। এ সড়কে জেলা-উপজেলা সদরের সাথে যোগাযোগ ব্যবস্থা সুবিধা হওয়ায় প্রতিদিন বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীসহ হাজারো মানুষ যাতায়াত করে। এ ছাড়াও প্রতিনিয়ত চলাচল করে সিএনজি-ট্রাক-অটোরিকশাসহ কয়েকশ পণ্যবাহী যানবাহন। কিন্তু বর্তমানে ব্রিজটির এমন ভগ্নদশায় যানবাহনের যাত্রীসহ পথচারীরা চরম ভোগান্তিতে পড়েছেন। তাই ব্রিজটি দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী