শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৬:৩৩ অপরাহ্ন
আতিকুল ইসলাম তাড়াশ সিরাজগঞ্জ প্রতিনিধি, কালের খবর : করোনা ভাইরাসের টিকা নিলেন সিরাজগঞ্জের তাড়াশ থানার অফিসার ইনচার্জ মো: ফজলে আশিক। সারাদেশে রোববার গণহারে করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচি উদ্বোধন করার পর তিনি টিকা গ্রহণ করেন।
গতকাল দুপুরে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাড়াশ থানার অফিসার ইনচার্জ মো: ফজলে আশিক করোনা ভাইরাসের টিকা গ্রহন করেন।
করোনা ভাইরাসের টিকা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার মো: মেজবাউল করিম, তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: বাবুল শেখ ও উপজেলা স্বাস্থ্য ও প.প অফিসার ডা: মো: জামাল মিঞা শোভনসহ আরো অনেকেই।