কালের খবর :সরকারি চাকরিতে যোগদানের বয়স ৩৫ বছর করার দাবিতে রবিবার গাইবান্ধা শহরের ডিবি রোডের আসাদুজ্জামান মার্কেটের সামনে চাকরি প্রার্থী ও শিক্ষার্থীরা এক মানববন্ধন কর্মসূচী পালন করে।
বক্তারা বলেন, বাংলাদেশে দিন দিন বেকারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
আমাদের ছাত্র-ছাত্রীদের মেধার মূল্যায়ন হচ্ছে না। সেশনজটের কারণে আমরা চাকরিতে যথাসময়ে যোগদান করতে পারছি না। মানববন্ধন থেকে বক্তারা সরকারের প্রতি চাকরিতে যোগদানের বয়স ৩৫ বছর করার দাবি জানান।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন চাকরি প্রার্থী আহসান হাবীব, রূপন কুমার, ইমরুল কায়েস, রুহুল আমিন, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি তপন কুমার দেবনাথ, সাবেক সভাপতি মিঠুন রায়, জেলা যুব ইউনিয়নের সদস্য মোস্তাফিজুর রহমান বাধন, আপন কুমার বর্মন প্রমুখ।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি